রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৭ মে ২০২৪, ২১:৩৫

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার ডে উদযাপন

অনলাইন ডেস্ক
চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার ডে উদযাপন

আন্তর্জাতিক সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে ১৭মে শুক্রবার বিকেলে রোটার‌্যাক্ট আন্দোলনে বাংলাদেশে ২য় চার্টারপ্রাপ্ত সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৪৯তম চার্টার ডে উদযাপন করা হয়। এ উপলক্ষে ডাঃ নুরুর রহমান কনফারেন্স হল, চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন ও বিশেষ অতিথি ছিলেন রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ মোস্তফা। চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি নাজমুর রহমানের সভাপতিত্বে এবং ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রোঃ ওবায়েদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ও ক্লাবটির বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। এছাড়া চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ সাইয়েদ্যুল ইসলাম বাবুর অসুস্থতায় মিলাদ ও দোয়া করেন।

এদিন ৪৯তম চার্টার ডের কেক কেটে এবং ৭জন সদস্যকে ক্লাবের পিন পরিয়ে ক্লাবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। নূতন সদস্যরা হচ্ছেন : রোঃ ফাতেমা আক্তার, রোঃ সান্তা আক্তার, রোঃ শারমিন আক্তার, রোঃ জান্নাতুল ফেরদৌস মিম, রোঃ রোদেলা জাহান অন্তরা, রোঃ নোভা খান ও রোঃ মোঃ তাইয়্যেব হোসাইন।

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোঃ রেজাউল ইসলাম রকি, রোঃ দেলোয়ার হোসেন সুমন, আইপিপি শাহরিয়ার খান হিমেল, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, জয়েন্ট সেক্রেটারী রোঃ হালিমা তুস সাদিয়া, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ জান্নাতুল ফেরদাউস, সার্জেন্ট অ্যাট আর্মস নাসরিন সুলতানা মিলি ও সদস্য রোঃ আঁখির আলো। সবশেষে ক্লাবের পক্ষ থেকে অ্যাপায়নের ব্যবস্থা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়