রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৪ মে ২০২৪, ১১:৫৫

হাজীগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকে ১০ দিনের জেল

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকে ১০ দিনের জেল

হাজীগঞ্জ ভ্রাম্যমান আদালত ভুয়া এক দন্ত চিকিৎসককে ১০ দিনের কারাদন্ড (জেল) প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার (১৩ মে) বিকালে হাজীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ শাহাজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা হাসপাতাল এন্ড ডায়গণস্টিক সেন্টারের এক্সরে রুম সিলগালা এবং মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন- ২০১০ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মা ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকার ও ডেন্টিস শাহপরানের সনদ না থাকার পরও চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা নঈম, সহকারী স্যানেটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভূয়া দন্ত চিকিৎসকে কারাদন্ড প্রধানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা নঈম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়