প্রকাশ : ১০ মে ২০২৪, ১৯:১১
মতলবে লোটাস বার্ড চ্যারিটি ফোরামের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান
মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’ এর উদ্যোগে আয়োজিত ‘২য় মেধা অন্বেষণ পরীক্ষা- ২০২৩’ এ বৃত্তিপ্রাপ্ত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫.০০ প্রাপ্ত ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার ১০ মে সকাল ১০টায় উপজেলার কচি-কাঁচা প্রি-ক্যাডেট মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লোটাস বার্ড চ্যারিটি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও দৈনিক প্রথম আলো পত্রিকার মতলব প্রতিনিধি কবি মুহাম্মদ জাকির হোসেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র শিক্ষক অশোক কুমার রায়, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, দৈনিক ইত্তেফাকের মতলব সংবাদদাতা ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ ও মতলব রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকির। বক্তব্য রাখেন আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক কেএম ফয়জুল আলম, সংগঠনের সভাপতি নাজমুল হাসান, সাবেক সভাপতি রিয়াদ হাসান, সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক বশির আহমেদ, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের প্রভাষক তানভীর আহমেদ, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরফুদ্দিন মৃধা, মতলব ফ্রেন্ডস জোন সোসাইটির সদস্য ফয়সাল হোসেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জিশান আহমেদ, সাবেক সহ-সভাপতি তামজিদ মৃধা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আফসানা মিমি, অরুনিকা সাহা অমি, সাফওয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদেরকে পরীক্ষায় ভালো ফলাফল করার পাশাপাশি ভালো মানুষ হওয়ার প্রত্যয় গ্রহণ করতে হবে। দেশের সেবায় নিজের অর্জিত জ্ঞানকে বিলিয়ে দিতে হবে।” সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “সাফল্যের মূল হাতিয়ার হলো পরিশ্রম ও অধ্যবসায়। পরিশ্রমের মাধ্যমেই শিক্ষার্থীরা যে কোনো বাঁধাকে অতিক্রম করতে পারে। শিক্ষার্থীদের কল্যাণে লোটাস-বার্ড এই ধরণের শিক্ষামূলক কাজ অব্যাহত থাকবে।”
লোটাস-বার্ড চ্যারিটি ফোরামের আয়োজনে এই ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ২৫ জন শিক্ষার্থী, এসএসসিতে জিপিএ ৫.০০ প্রাপ্ত ৪ জন, এইচএসসিতে জিপিএ ৫.০০ প্রাপ্ত ২ জন ও ৩ জন কোরআনে হাফেজকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সনদ, ক্রেস্ট, মেডেল, বই, প্রসপেক্টাস ও বৃত্তির সম্মানী প্রদান করা হয়। এছাড়া সংগঠনটির বর্ষসেরা ১০ জন স্বেচ্ছাসেবককে পুরষ্কৃত করা হয়।