সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ০৯ মে ২০২৪, ১৪:১৮

চাকুরী স্থায়ীকরণের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি

কামরুজ্জামান টুটুল
চাকুরী স্থায়ীকরণের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি

সারাদেশের ন্যায় চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর আওতাধীন হাজীগঞ্জ শাহরাস্তি ও কচুয়া উপজেলায় কর্মরত পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ক্লু লেভেল-১ কর্মচারীদের কর্মবিরতি শুরু হয়েছে। চাকুরী স্থায়ীকরনের দাবীতে কর্মবিরতিতে সারাদেশের ৮০টি সমিতির ৫ হাজার লাইন ক্লু লেভেল-১ একযোগে এই কর্মবিরতি পালন করছে। বৃহস্পতিবার ৯ মে চাঁদপুর পল্লী বিদ্যুৎ ১-এর সদর সপ্তরের সামনে আয়োজিত কর্মবিরতিতে এই সব ক্লু'গন তাদের দাবী দাওয়াসহ বৈষম্যের বিষয়গুলো তুলে ধরে বক্তব্য দেন।

চাকুরী স্থায়ীকরণ নিয়ে বক্তব্য দিতে গিয়ে তারা আরো বলেন, আমার চুক্তি থেকে মুক্তি চাই, যাদের চাকুরী স্থায়ী তাদের সাথে আমাদেরকে একই ধরনের কাজ করতে হয় আমাদের ,একই যোগ্যতা, একই প্রশিক্ষন তাহলে আমরা কেন বৈষশ্যের শিকার।নির্দিষ্ট বেশিক নাই, গ্রাসুয়েটি নাই, দুর্ঘটনায় পিবিএস তেমন কোন সহযোগিতা করে নাই, গত দুই বছরে কাজ করতে গিয়ে আমাদের ১৬ জন লাইন ক্রু লেভেল ১ মারা গেছে, ৫০ জন আহত হয়েছে কিন্তু উনাদের পরিবার তেমন কোন সহযোগিতা পায়না। অন্য দিকে যারা স্থায়ী তারা তো সকল সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের কাজটি সবছেঝুকিপূর্ন কাজ, এখানেই চুক্তি ভিক্তিক নিয়োগ হবে কেন।আমাদের ক্ষেত্রে মানা হচ্ছে না শ্রম আইন, আমাদেরকে দিয়ে ১৬ থেকে ১৮ ঘন্টা কাজ করানো হচ্ছে। আমাদের সাপ্তাহিক কোন ছুটি নাই। আর ই বি আমাদেরকে আশ্বাস দেবার পরে ও আমাদের চাকুরী নিয়মিত করা হচ্ছে না।আমাদের এই চাকুরী স্থায়ী করন না হওয়া পর্যন্ত এ দাবীতে অনির্দিষ্ট কালের জন্য চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলের লাইন ক্লু লেভেল ১ এর সাইফউদ্দিন,আবুল কালাম, রাব্বিল, আলমগীর,সবুজ রবিউলসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়