প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ২০:০২
পুস্তক বিক্রেতা সমিতির স্বেচ্ছাশ্রমে শরবত প্রস্তুত ও বিতরণ
‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর শহরের দাবদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে স্বেচ্ছাশ্রমে শরবত প্রস্তুত ও বিতরণ করেছে শিক্ষিত জাতি গঠনে দেশের অংশীদার বাংলাদেশ পুস্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা শাখা। ৩০ এপ্রিল মঙ্গলবার বেলা বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত শহরের চিত্রলেখা মোড় শহীদ রাজু চত্বরে সামনে জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানিতে চিনি লেবু ও ট্যাং মিশ্রিত ঠাণ্ডা শরবত অভিরাম বিতরণ করা হয়। স্বেচ্ছাশ্রমের মানবিক এই কাজে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি এসএম মোরশেদ সেলিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মোঃ শরিফ আহমেদ খান, সহ সভাপতি জসিম উদ্দিন খান, হাফিজুর রহমান পাটওয়ারী, সহ-সভাপতি প্রফেসর শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটওয়ারী প্রমুখ।