প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ২০:৩৭
শাহরাস্তিতে চারটি মোবাইল ও পাসপোর্ট সহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক
শাহরাস্তি থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে। তার কাছ থেকে চারটি মোবাইল দুইটি পাসপোর্ট একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায় গত ১৩ এপ্রিল শাহরাস্তি উপজেলার দেবীপুর গ্রামের মোজাদি বাড়ির মহিউদ্দিনের ঘরে শীত কেটে চোর প্রবেশ করে তার মোবাইল ফোন সহ পাসপোর্ট নিয়ে যায়। এরপর মহিউদ্দিন শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল শাহরাস্তি মডেল থানার এসআই রোকন উদ্দিন লাকসাম উপজেলার আউশ পাড়া গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলাম প্রকাশ নাজুকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ৪টি মোবাইল ফোন দুইটি পাসপোর্ট একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। পুলিশ জানায় নজরুল ইসলাম আন্তঃজেলা চোরচক্রের একজন সক্রিয় সদস্য। সে ডিমাতলী ভুঁইয়া বাড়ির সিদ্দিকুর রহমানের ছেলে।
শাহারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, শাহরাস্তির দেবীপুরে চুরির ঘটনার পর আমরা চোর ধরতে অভিযান পরিচালনা করি। ২৩ এপ্রিল লাকশাম উপজেলার আউশ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আমাদের ধারণা সে আন্তঃজেলা চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।