রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১১:৫০

চাঁদপুর পূজা উদযাপন পরিষদের আনন্দ প্রকাশ ও মিলন সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পূজা উদযাপন পরিষদের আনন্দ প্রকাশ ও মিলন সভা

১৪৩১ বাঙলা নববর্ষ বরন এবং চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা ও পৌর শাখা আয়জিত আনন্দ প্রকাশ ও মিলন সভা অনুষ্ঠিত হয়। ২০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে এ মিলন উৎসব অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ রায়। দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না এবং কার্তিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরন দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী’র শিক্ষা সহায়তা তহবিল ট্রাষ্টিবার্ড সদস্য এবং পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার মজুমদার আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি দীলিপ কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অজিত সাহা, পৌর শাখার সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, সদস্য শিপ্রা দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার।

আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক লিটন চন্দ্র দাস, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সমীর দত্ত, হাজীগঞ্জ পৌর সভাপতি রাধাকান্ত দাস, শাহরাস্তি উপজেলা সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, মতলডব দঃ উপজেলা সভাপতি কিশোর ঘোষ, মতলব উঃ সাধারন সম্পাদক শ্যামল দাস, কচুয়া উপজেলা সাধারন সম্পাদক বিকাশ সাহা, যুগ্ম সম্পাদক মানিক ভৌমিক, হাইমচর উপজেলা সভাপতি বিবেক লাল মজুমদার, সাধারণ সম্পাদক অজয় মজুমদার, কচুয়া উপজেলা সভাপতি ফনি ভূষন মজুমদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়