রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১৯:৫৮

বলাখাল সার্বজনীন মহাশশ্মানে উৎসবমুখর পরিবেশে গঙ্গাস্নান

কামরুজ্জামান টুটুল
বলাখাল সার্বজনীন মহাশশ্মানে উৎসবমুখর পরিবেশে গঙ্গাস্নান

হাজীগঞ্জ পৌরসভা এলকার ডাকাতিযা নদীর পাড়ে বলাখাল সার্বজনীন মহাশশ্মানের আয়োজনে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী তিথী উপলক্ষে মহাশশ্মান সৎকার কমিটির সার্বিক ব্যবস্থাপনা ও শিব সংঘের সহযোগিতায় মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনব্যাপী এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্নানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পূর্ণ্য লাভের আশায় সনাতন ধর্মাম্মবলীরা গঙ্গাস্নানে অংশ নেন। এসময় কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিশু মহাশশ্মান সংলগ্ন ডাকাতিয়া নদীতে উৎসমুখর পরিবেশে গঙ্গাস্নান সম্পন্ন করেন। গঙ্গাস্নান উপলক্ষে মহাশশ্মান সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে পূর্ণার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে গঙ্গাস্নানের আনুষ্ঠানিকতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমির লাল দত্ত ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। মহাশশ্মানের সভাপতি নিরঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত দাস এর নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক মন্টু সেন ও সৎকার কমিটির সভাপতি নন্দ দুলাল দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে গঙ্গাস্নানে আসা পূর্ণার্থীরা উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে গঙ্গাস্নান সম্পন্ন করেন। এ সময় উক্ত এলাকায় মেলার পরিবেশ বিরাজ করতে দেখা গেছে।

উল্লেখ্য, ২০২০ সালে বলাখাল-নাটেহরা ব্রিজ সংলগ্ন হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল সার্বজনীন মহাশশ্মান প্রতিষ্ঠাকালীন সময় থেকে হিন্দু ধর্মালম্বীদের সৎকারসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠানগুলো উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করে থাকে। এর মধ্যে অন্যতম হল এই অষ্টমী তিথীর পবিত্র গঙ্গাস্নান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়