সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১২:৩৮

হাজীগঞ্জে বসতঘরে সাপে কামড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে বসতঘরে সাপে কামড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

নিজ বসতঘরের বস্তা থেকে কিছু একটা বের করতে হাত দিলেই হাতের আঙ্গুলে ছোবল মারে অজ্ঞাত কোনো বিষধর সাপে। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে গেলে চিকিৎসক রেফার করে জেলা সদর হাসপাতালে। তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নুরননাহার (৫২) নামের ওই নারী। ঘটনাটি ঘটে হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের কৈয়ারপুল এলাকার তালুকদার বাড়িতে। তিনি এ বাড়ির মৃত আবুল বাসারের স্ত্রী। নিহত নারী তিন পুত্র সন্তানের জননী।

নুরুন নাহারের ভাতিজী বউ পারভিন আক্তার জানান, এদিন সকাল সাড়ে ৮টার দিকে চাচির ডাকচিৎকারে আমরা বাড়ির সবাই দৌড়ে তার ঘরে আসি। এসে চাচির মুখে শুনে ও কিছুটা ধারনা করে তার হাতে বাঁধ দেই। এর পরে সবাই ধরাধরি করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানের চিকিৎসক তার প্রেশার মেপে দেখে অনেক হাই। তারপরে আমরা একটি ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করি কিন্তু তিনি গিলতে পারেননি।

পারভিন আক্তার আরো জানান, হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে দেখে বলেছে এটা কোন বিষধর সাপের কামড় আর ছোট ষ্টোক করেছেন তার। তাই ডাক্তাররা তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে ঠিকই কিন্তু ততক্ষনে প্রায় সাড়ে ১০ টার দিকে পথেই চাচি মারা গেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না, তাই আমরা রোগীকে চাঁদপুর আড়াই'শ শষ্যা হাসপাতাল এন্ড মেডিকেল কলেজে রেফার করে দেই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়