শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ১৭:১২

রমজানে দুঃস্থ মানুষের পাশে লোটাস-বাড

মুহাম্মদ আরিফ বিল্লাহ
রমজানে দুঃস্থ মানুষের পাশে লোটাস-বাড

মহিমান্বিত রমজান মাসে ১৭০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুই ধাপে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রথম ধাপে গত মঙ্গলবার ১২ মার্চ ও সোমবার ১৮ মার্চ সংগঠনটির নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা ইউনিয়নের কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসাসহ আরো দুইটি স্পটে কালিকাপুর, গোবিন্দপুর ও লক্ষীপুর গ্রামের দুঃস্থ মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, ময়দা, মশারির ডাল, পেঁয়াজ, তেল, চিনি, বেসন, চিড়া, খেজুর, ও ট্যাং প্যাকেট।

ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক বশির আহমেদ, মনিটরিং কমিটির সদস্য তামজিদ মির্জা ও সৌদি শাখার সভাপতি সহ-সভাপতি তামিম বাবুসহ আরো অনেকেই। এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে কালিকাপুর গ্রামের আমেরিকা প্রবাসী আবদুস সালামসহ গ্রামের প্রবাসী ও সামর্থ্যবান সমাজহিতৈষী দাতাগণ অর্থ সহায়তা দিয়ে অসামান্য অবদান রেখেছেন। এছাড়া সংগঠনটির অন্যতম উপদেষ্টা মাসুদ আরমান ও জুয়েল সরকার সমগ্র কার্যক্রমটির সার্বিক সমন্বয়সাধন করেন।

ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ প্রসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক বশির আহমেদ বলেন, ‘‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে কষ্ট হচ্ছে । সবকিছুই যেন তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অশীতিপর বৃদ্ধ ব্যক্তিটি হয়তো ঘরের কোণে বসে কী দিয়ে ইফতার করবে তা নিয়ে চিন্তা করছে। এ-সব কিছু মাথায় রেখেই লোটাস-বাড চ্যারিটি ফোরাম প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে। যেসব দাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীগণ অর্থ সহায়তা, শ্রম ও পরামর্শ দিয়ে আমাদের কাজকে ত্বরান্বিত করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

প্রসঙ্গত, গত প্রায় ১৬ বছর ধরে লোটাস-বাড চ্যারিটি ফোরাম দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে ‘সামর্থ্য’ প্রজেক্ট, জনস্বাস্থ্যের কল্যাণে মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও চিকিৎসা সহায়তা প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষরোপণসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়