প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ২২:০৭
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
১৭ মার্চ রোববার চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের লেডিস ইন রোটারী কমিটির প্রাক্তন চেয়ারপার্সন এবং জাতীয় মহিলা সংসদ চাঁদপুর শাখার সেক্রেটারী আফরোজ জাহান আখন্দ।
|আরো খবর
প্রধান অতিথি বলেন, শিশুরা হচ্ছে কোমলমতি, তাদের মন নরম, তাদের ভালো জিনিস শিখালে তারা ভালো জিনিস শিখবে, তাদের ছোট বয়স থেকেই বঙ্গবন্ধুর মতো যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলেই তারা বঙ্গবন্ধুর মতো সোনার বাংলাদেশ গড়তে পারবে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করি। চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি মিতু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটাঃ মাহমুদা খানম, তাসলিমা সুলতানা মুন্নি, সেক্রেটারী আফরোজা খাতুন, ট্রেজারার নাছরিন আক্তার, সদস্য প্রীতি রাণী সাহা, রুবিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।