শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ২০:৪৬

মতলবে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়নপুর ইউনিয়নের পয়ালী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মেঃ আব্দুল হাই তালুকদার (৬৮) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ ০৬ মার্চ বুধবার বেলা ২টায় পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের একটি চৌকস দল এ রাষ্ট্রীয় মর্যাদা দেন।

জানা যায়, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার ঢাকার নিজ বাড়ীতে স্টোক জনিত কারণে গত ৫ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মৃত্যুৎ বরণ করেন (ইন্নালিল্লাহে............. রাজেউন)। মৃতুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, মতলব মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারী কমন্ডার মোস্তাফা কামাল, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মিয়া প্রমুখ।

পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েরছ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়