প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩০
জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা চাঁদপুর জেলায় অগ্নিঝরা মার্চের জাতীয় গুরুত্বপূর্ণ দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত
চাঁদপুর জেলায় ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের
|আরো খবর
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এসব প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এঁর সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই উপপরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিশিষ্ঠজন ডা: পীযূষ কান্তি বড়ুয়াসহ সংশ্লিষ্ট অংশীজন।
সভায় অগ্নিঝরা মার্চের উপর্যুক্ত জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।