প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬
ফরিদগঞ্জে ইকরা মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ
ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমি ভাটিরগাঁও-রুদ্রগাঁও শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। এস এম সি আই (শিল্প মন্ত্রনালয়) এর জেলা কর্মকর্তা আহসান হাবিব মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার। এসময় তিনি বলেন, ইকরা মডেল মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ব্যতিক্রমি কাজ করছে। যা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। আমাদের এসব প্রতিষ্ঠানকে সহযোগিতা করা উচিত। সরকার শিক্ষা ব্যবস্থাকে একটি কাঠামোর মধ্যে নিয়ে প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে। যাতে পড়ালেখা শেষ করে কেউ যাতে বেকার না থাকে। ইকরা মডেল মাদ্রাসা যেভাবে তাদের শিক্ষাকে এগিয়ে নিচ্ছে, তাতে আমার বিশ^াস এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে অনেক ভল কিছু করতে পারবে।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হাজী কামরুল হাসান সাউদ, উপলো যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, শিক্ষানুরাগী মোহাম্মদ উল্ল্যাহ পাটওয়ারী, রাজনীতিবিদ জামাল হোসেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।