প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২২
ফরিদগঞ্জে ইউসিসির বার্ষিক সাধারণ সভায় বর্তমান প্রেক্ষাপটে সমবায়ীদের আরো উদ্যোগী হতে হবে : .মেয়র আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসি) লি: এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ইউসিসির প্রশিক্ষণ হলে ইউসিসির সভাপতি আব্দুস সামাদ আজাদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় তিনি বলেন, বর্তমান অথনৈদিক প্রেক্ষাপটে সমবায়ীদের আরো উদ্যোগী হতে হবে। যদিও ফরিদগঞ্জে সমবায়ীদের অনেকটাই নি:স্তেজ অবস্থা দেখতে পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে সমবায়ের মাধ্যমেই এদেশের উন্নয়ন ধারা এগিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনকে গতিশীল করতে নানা উদ্যোগ নিয়েছেন। দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি এবং ফসল উৎপাদনে আপনারা এগিয়ে আসবেন বলে বিশ^াস করি।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, ইউসিসির সহসভাপতি সাইফুল ইসলাম, পরিচালক মিজানুর রহমান, বিল্লাল হোসেন, সমবায়ী তছলিম উদ্দিন, কাজী হানিফ, মানিক চন্দ্র দাস মঙ্গল প্রমুখ।
এর আগে জাতীয় ও ইউসিরি পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক সাধারণ সবার সূচনা করেন অতিথিবৃন্দ।