প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৭
ফরিদগন্জের সকদী রামপুরে অগ্নিকান্ড : ২টি বসতঘর পুড়ে যায়
ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের সকদী রামপুর গ্রামে অগ্নিকান্ডে ২ টি বসত পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়।
২৮ ফেব্রুয়ারি বুধবার মাগরিবের নামাজের পর এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, পূর্ব শক্রুতা বশত লোকমান বালির বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ২ টি বসত ঘর পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত লোকমান বালির পরিবার জানায়, শর্তুতাবসত তার বসত ঘরে আগুন লাগিয়ে দেয়।এতে তার বসত ঘর পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়।লোকমান বালির ঘর থেকে আগুনের লেলিহান
শিখা পাশের ঘরের হাসান বালির ঘরে গিয়ে আগুন লেগে যায়। এতে তার ঘরটি পুড়ে ২ লাখ টাকার ক্ষতি হয়।
এলাকাবাসী জানান, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ততক্ষণে ২ টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে, দেলোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে শক্রুতা বশত অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মাগরিবের নামাজের সময় লোকমান বেপারীর স্ত্রী নামাজ আদায় করাবস্থায় হরমুল ভাংতে শুনতে পায়। নামাজ আদায় করে দেখতে পায় কারের দিকে আগুন জ্বলতে থাকে। এসময় তার ডাক চিৎকারে আমরা ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা করি।