প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭
কচুয়ায় রহিমানগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা,৭ হাজার টাকা জরিমানা আদায়
কচুয়া উপজেলার রহিমানগর বাজারে দোকানের মূল্য তালিকা না থাকায়, দোকানের সামনে মালামাল রাখায় এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। গতকাল ২৮ ফেব্রুয়ারী বুধবার কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত দোকানে সামনে মালামাল রেখে কাঁচা মালের দোকান বসতে দেওয়ায় নিউ জুয়েল ভ্যারাটিজ স্টোরকে ১ হাজার, সফি উল্যা স্টোরকে ১ হাজার, পচা কাঁচামাল বিক্রি করা ও চলচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির করায় কাঁচামাল ব্যবসায়ী মাসুদ কে ২ হাজার, মূল্য তালিকা না থাকায় সনতোষ পাল মুদি দোকানদারকে ১ হাজার, মনিরের মুদি দোকানকে ১ হাজার, পাঁকা রাস্তার পাশে চলচচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির কারে বাহিরে মালামাল রাখায় ফল দোকানদার সিরাজকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন-গোহট দক্ষিন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সনজিত চন্দ্র সরকার,ইউপি সদস্য জহির মোল্লা, শহিদুল ইসলাম খাজা, আব্দুল মমিন, সফিকুর রহমানহ বাজার ব্যবসায়ীবৃন্দ।