শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাবুল মুফতি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২২নং ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে প্রভাত ফেরী পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১০ থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অত্র বিদ্যালয়ের শিক্ষাথীরা হামদ নাত, দেশাত্ববোধক গান, নৃত্য, কবিতা আবৃতি ও দৌড় প্রতিযোগীতাসহ নানান ইভেন্টে অংশগ্রহন করে।

পরে বেলা ১২ টায় জাকজমকপূর্ণ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়া। ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মোহাম্মদ আল মামুনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মমতাজ বেগম, পিটিএ কমিটির সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান সবুজ, সাবেক সদস্য মোঃ মালুম মিয়া সরকার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক মোসাম্মৎ শিরিনা আক্তার, তাছলিমা আক্তার, শাহীনূর আক্তার, সাবেকুন নাহার, ফারজানা আফরোজা, মোঃ আবুল বাসার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এটিও হানিফ মিয়া বলেন, বিশ্বে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। আমরাই বুঝি মায়ের ভাষার কতটা মূল্য। আমাদের মাতৃভাষার মূল্য ধরে রাখতে হবে। ১৯৫২ এর ভাষা আন্দোলনে যেসকল শহীদগণ জীবন দিয়েছেন, আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। আমরা সকলেই মাতৃভাষা বাংলায় কথা বলব, মাতৃভাষাকে শ্রদ্ধা করবো।

সভাপতির বক্তব্যে মফিজুল ইসলাম বলেন, ২১ ফেব্রুয়ারী মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাংলা ভাষা আমাদের প্রাণের স্পন্দন। বাংলা ভাষাই আমাদের জীবন। কারণ এই মাতৃভাষার জন্য যুদ্ধ করে মায়ের ভাষা ছিনিয়ে এনেছি। বাংলা ভাষার গুরুত্ব সকলকে বুঝতে হবে। তিনি আরো বলেন, এই ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকলের অংশগ্রহনে একটি সুন্দর অনুষ্ঠান হল। তাই আমি ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়