প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯
মতলবে বীরমুক্তিযোদ্ধা নুরুল হক মৃধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক মৃধা (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ ২৪ ফেব্রæয়ারি শনিবার সকাল ১০টায় মৃধা বাড়ী মসজিদের সামনে পুলিশের একটি চৌকস দল এ রাষ্ট্রীয় মর্যাদা দেন।
জানা যায়, বীরমুক্তিযোদ্ধা ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ ফেব্রæয়ারি শুক্রবার বিকাল ৪টায় বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক মৃধা মৃত্যুৎ বরণ করেন (ইন্নালিল্লাহে............. রাজেউন)। মৃতুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমে নামাজে জানাজা ওই দিন শনিবার সকাল ১০টায় মৃধা বাড়ীর সামনে অনুষ্ঠিত হয়।
মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন, মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) লিটন চন্দ্র দে, ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, মতলব মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারী কমন্ডার মোস্তাফা কামাল, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মিয়া, জাহাঙ্গীর সরকার প্রমুখ।
পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েরছ।