শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৩

আহতের স্বজনদের ক্ষোভ পৌরসভার উপর : হাজীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৯ জন

পাপ্পু মাহমুদ
আহতের স্বজনদের ক্ষোভ পৌরসভার উপর :  হাজীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৯ জন

হাজীগঞ্জে একদিনে কুকুরের কামড়ে নয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। আহতরা সবাই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহতরা হলেন, পারভেজ (২০), টিটন(২২), জানে আলম, নাহিদ (৪৫), জাহাঙ্গীর (৩৫), সাব্বির(১১), মো. জামালউদ্দিন (৪২), মো. মজিবুর রহমান (৩৩) ও অমর সূত্রধর (২৬)।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন ফিরোজ জানান, বুধবার সকাল থেকে হঠাৎ কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসতে শুরু করে। ঘটনার দিন দুপুর ১টা পর্যন্ত নয় জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে আহতের স্বজনরা হাজীগঞ্জ পৌরসভাকে দায়ী করে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, হাজীগঞ্জ বাজারে বেওয়ারিশ ও রোগা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। দীর্ঘদিন ধরে কুকুর নিধন বা বান্ধাত্বকরণ কোন কার্যক্রম পৌরসভার করছেনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়