প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৬
চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ মন্ত্রী ডাঃ দীপুমনি
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে
চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে (৯ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপুমনিএমপি।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের উত্তাল দিনগুলোকে স্মরণীয় গানগুলোর পরিবেশনার মাধ্যমে দারুন সুন্দরভাবে তুলে ধরেছে। আমি আশা করি, আমাদের ইতিহাসের বড় বড় যত অর্জন রয়েছে। রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার এবং স্বাধীনতা অর্জন। আমরা যে গর্বিত এক বিজয়ী জাতি। আমাদের প্রত্যেক শিক্ষার্থী তাদের মনের মধ্যে এই বোধগুলোকে তারা আরও সুদৃঢ়ভাবে প্রোথিত করে নিবে। তারা যে বিজয়ী জাতির সন্তান। তাদের মেধা যোগ্যতা দক্ষতা দিয়ে তারা তাদের শিক্ষা বোধ মানবিকতা সহমর্মিতা পরমসহিষ্ণুতা অসাম্প্রদায়িকতায় নিজেদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তাদের হাত দিয়েই তৈরি হবে বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। তাহলেই আমাদের সকল চর্চা সকল চেষ্টা সফল হবে ইনশাল্লাহ।
তিনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডি,
সকল শিক্ষক মন্ডলী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রীড়া পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ
গভর্নিং বডির সভাপতি ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রঞ্জিত রায় চৌধুরী,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আজিজ খান বাদল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন তানভির আহমেদ এবং একজন শিক্ষার্থী গীতাপাঠ করেন।
শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় ক্রীড়ানুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
এর আগে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোভার স্কাউট টিমের সদস্যরা গার্ড অফ অনার প্রদান করেন।
পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যৌথভাবে সহকারী শিক্ষক জয়নার আবেদিন ও সেতারা সেতু। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সকল আয়োজনে শিক্ষক এবং শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেন।