প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ২১:৪৫
দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে দিপু চৌধুরীর জন্য শোক প্রকাশ
গত ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে। ৩০ জানুয়ারি মঙ্গলবার সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জন্য শোক প্রকাশ করা হয়েছে।
|আরো খবর
স্পিকার ড. শিরীন শারমিন সংসদে এ শোক প্রস্তাব উত্থাপন করেন। চাঁদপুর - আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসাইন চৌধুরীর পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপু-এর মৃত্যুতে মহান সংসদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
উল্লেখ্য গত ২রা ডিসেম্বর সন্ধ্যায় ব্রেন স্টক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।