প্রকাশ : ২৬ জুন ২০২১, ১৮:৫৯
ফরিদগঞ্জে মাদকসহ দুই সহোদর আটক
ফরিদগঞ্জ থানা পুলিশ মাদকসহ দুই সহোদরকে আটক করেছে। আটকৃতরা হলো : মোঃ মাসুম সর্দার (২৫) ও মোঃ মহিন হোসেন সর্দার (২০)। আটককৃতদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে।
থানা পুূলিশ জানায়, শুক্রবার গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালে খাজুরিয়া বাজারে গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মরহুম সালামত উল্যাহ সর্দারের দুই ছেলে মোঃ মাসুম সর্দার (২৫) ও মোঃ মহিন হোসেন সর্দার (২০)কে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, দুই সহোদর মাদক ব্যবসায়িকে আটকের পর মাদক আইনে মামলা দায়েরপুর্বক শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।