বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ জুন ২০২১, ১২:৪৩

অপহরণ হওয়া পাঁচ বছরের শিশু কন্যাকে ফিরে পেতে মায়ের আকুতি

অনলাইন ডেস্ক

শাহরাস্তি উপজেলার ছোটতুলা গ্রাম থেকে অপহরণ হওয়া পাঁচ বছরের শিশু কন্যা খাদিজাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন গর্ভধারিণী মা ফাতেমা আক্তার।

আজ শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে মা ফাতেমা আক্তার সংবাদ সম্মেলন করে এই আকুতি জানান। সংবাদ সম্মেলনে অপহৃত শিশুর দাদা শাহজাহান কবিরও উপস্থিত ছিলেন। শিশুটির মা ফাতেমা আক্তার সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে জানান, তার পাঁচ বছরের শিশু কন্যা খাদিজা গত ১১ এপ্রিল তার বাড়ি থেকে অপহরণ হয়।

এ ঘটনায় মা খাদিজা আক্তার ৭ মে শাহরাস্তি থানায় মামলা করেন। মামলায় রবিউল আলম ও মোঃ ফরহাদ নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করেন। এই দুইজন আটক হলেও তার শিশু সন্তান এখনো উদ্ধার না হওয়ায় তিনি উদ্বিগ্ন।

মা খাদিজা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তার সন্তান উদ্ধারের জন্যে। সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়