প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ২১:০৩
কাদের মাস্টারের বড় ছেলে কবির লিভার সমস্যায় : দোয়া কামনা
চাঁদপুর শহরের রাজনীতির মাঠের এক সময়ের তুখুড় ছাত্রনেতা আলীম আল রাজী কবির (৫২) দীর্ঘদিন লিভার সমস্যায় ভুগছেন। তার এই চরম দুঃসময়ে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের থেকে অনেকটা বিচ্ছিন্ন রয়েছেন। আর এই দুঃসময়ে তিনি চরম একাকিত্ব নিয়ে শহরের সোনালী সিঁড়ি এলাকার ১টি বিল্ডিংয়ের ৬ তলার এক চিলেকোঠা ভাড়া নিয়ে কোনমতে ছটফট করে দিনাতিপাত করছেন।
|আরো খবর
জানা যায়, আলীম আল রাজী কবিরের পিতা মরহুম আব্দুল কাদির মাষ্টার ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
জৈষ্ঠ সন্তান হিসেবে পিতার আদর্শে উজ্জ্বীবিত হয়ে রাজনীতিতে নেমে আলীম আল রাজী কবির চাঁদপুর জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি এবং ১টি রাজনৈতিক দলের বর্তমানে কর্মী হয়ে দীর্ঘদিন রাজনীতির মাঠে ছিলেন। অতচ রাজনীতি অঙ্গণে দাপিয়ে বেড়ানো সেই কবিরের এখন দিন কাটছে অযত্ন, অবহেলা, একাকিত্ব আর ঔষুধ সেবনের মধ্য দিয়ে। যদিও তার শারিরীক খোঁজ-খবর নিয়েছেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।
২৪শে আগস্ট মঙ্গলবার সরজমিনে আলীম আল রাজী কবিরের খোঁজ-খবর নিতে গেলে তিনি জানান, লিভার সমস্যাসহ জটিল নানা রোগে আক্রান্ত হয়ে বাসা থেকে বের হতে পারছিনা। করোনা এবং শারীরিক অসুস্থ্যতার জন্য রাজনীতির সকল কর্মকান্ড থেকেও সম্পূর্ণ বিরত রয়েছি। আর্থিক সংকটে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা বিদেশ যেতে বিলম্ব হচ্ছে। এ ব্যপারে জেলা প্রশাসকসহ সুধীমহলের সুদৃষ্টি কামনা করছি।
আলীম আল রাজী কবির আরও জানান, করোনার এই দুঃসময়ে ডা. দীপু আপাসহ যারা খোঁজ-খবর নিয়েছেন। তাদের সবার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। আগামী ২৫, ২৬ ও ২৭শে আগস্ট শহরের বিভিন্ন মসজিদে আমার জন্য দোয়া ও সামান্য তবারক বিতরণের আয়োজন রয়েছে। এরমধ্যে ২৫শে আগস্ট বুধবার হচ্ছে আমার জন্মবার্ষিকী। মহান আল্লাহ যেন ধর্মপ্রাণ মুসুল্লীসহ সকলের দোয়ায় আমাকে সুস্থ্য করে মানুষের জন্য কাজ করার আবারো সুযোগ দেন এই প্রার্থণা করছি।