প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ২১:৩৭
বিজয় দিবসে চাঁদপুরে কোস্টগার্ড জাহাজ রাঙ্গামাটি দেখলো সাধারণ মানুষ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁদপুরে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ছিলো বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস রাঙ্গামাটি’।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেঘনা মোহনা সংলগ্ন ডাকাতিয়া নদীর উত্তর পাড়ে শহরের পুরনো লঞ্চঘাট জাহাজটি উন্মুক্ত রাখা হয়।
দুপুর থেকে জাহাজটি উন্মুক্ত করা হলেও বিকেলে দর্শনার্থীরা আসতে শুরু করে। শহর ও আশাপাশের লোকজন জাহাজটি দেখার জন্য আসেন। দর্শনার্থীদেরকে জাহাজের বিভিন্ন অংশের কার্যক্রম এবং নৌ পথে কি ধরণের কার্যক্রম পরিচালনা করা হয় এসব বিষয়ে ধারণা দেন জাহাজে কর্মরত কর্মকর্তারা।
শহরের কয়লা ঘাট থেকে জাহাজটি দেখতে আসা শিশু তামিম ও খাদিজা জানায়, তারা জাহাজটি ঘুরে ঘুরে দেখেছে। তাদের কাছে জাহাজটি দেখতে খুবই ভাল লেগেছে।
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জাহাজটি ঘুরে ঘুরে দেখেন। তারা বলেন-এই প্রথম এই ধরণের একটি জাহাজে উঠেছেন এবং কাজ সম্পর্কে জানতে পেরেছেন।
জাহাজের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসসিপিও) মো. সাইফুল ইসলাম জানান, এই জাহাজে ২৭জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নাবিক থাকেন। এটির অবস্থান হচ্ছো কোস্টগার্ড ঢাকা জোনের আওতায় নারায়নগঞ্জ। এই জোনের আওতায় নদী এলাকার নিরাপত্তায় জাহাজটি কাজ করে। বিশেষ করে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ও জাটকা রক্ষা মৌসুমে এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
খোঁজ নিয়ে জানাগেছে, জাহাজটি ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মিত হয়েছে। ১৯৭৭ সালের ১ জুন বিএনএস রাঙ্গামাটি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে বাংলাদেশ কোস্ট গার্ডের আবির্ভাবের পর জাহাজটি তাদের কাছে হস্তান্তর করা হয়। ১৯৯৫ সালে সিজিএস রাঙ্গামাটি হিসাবে বাংলাদেশ কোস্ট গার্ডে কমিশন লাভ করেন।