শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১৮:৫৮

চাঁদপুরে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে চাঁদপুরে আধাপাকা রোপা আমন ধান, সরিষা ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেচ প্রকল্পসহ আশপাশের এলাকার বহু জমি এখন পানির নিচে। কৃষকরা ক্ষতিগ্রস্ত ধান তুলে রোদে শুকানোর ব্যবস্থা করছেন।

চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়ন ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবাসহ আশপাশের ইউনিয়নের অধিকাংশ জমির ধান এখন পানিতে তলিয়ে আছে। কৃষকরা চেষ্টা করছেন তাদের ধানগুলো পানি থেকে উদ্ধার করতে।

এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুরে রেকর্ড ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া গাছ ও বিদ্যুতের তার ছিড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

বাগাদী ইউনিয়নের কৃষক জহিরুল ইসলাম শেখ বলেন, এতো বৃষ্টি হবে কৃষকরা বুঝতে পারেনি। কিন্তু ভারি বৃষ্টি হয়ে সব ধান পানির নিচে তলিয়ে গেছে। আমাগো খোঁজখবর কেউ নেয় না। কিস্তির টাকা তুলে ধানক্ষেতি করেছি। আমার ২ একরের উপরের ধানের ক্ষতি হয়েছে। যা ধান আছে এগুলো দিয়ে কাজে আসবে না।

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মেদ সিদ্দিকী জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে রোপা আমন ১৯০ হেক্টর, সরিষা ১৪০ হেক্টর, আগাম শীতকালীন সবজি ২৭০ হেক্টর ও ধানের বীজতলা ১০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়