শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ২৩:৪৫

চাঁদপুর হিলসা সিটি রোটার‌্যাক্ট ক্লাব ৬ষ্ঠ সেরা ক্লাব নির্বাচিত

অনলাইন ডেস্ক
চাঁদপুর হিলসা সিটি রোটার‌্যাক্ট ক্লাব ৬ষ্ঠ সেরা ক্লাব নির্বাচিত

১০ম রোটার‌্যাক্ট জেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ অক্টোবর শুক্রবার চট্টগ্রামে রোটার‌্যাক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটির উদ্যোগে চট্টগ্রাম এলজিইডি ভবনে আয়োজিত রোটারী বর্ষ ২০২২-২৩-এর ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্ট জেলা সংগঠন ৩২৮২-বাংলাদেশের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিস্ট্রিক্ট ৩২৮২-এর ২০২২-২৩ রোটারীবর্ষের রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি রোঃ সাজ্জাদ হোসেনের ইয়ারে ২০২টি ক্লাবের মধ্যে রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর হিলসা সিটি ৬ষ্ঠ সেরা ক্লাব নির্বাচিত হয়েছে। সেই সাথে বেস্ট নিউ একটিভ ক্লাব হিসেবে ডিসট্রিক্ট ৩২৮২তে নির্বাচিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে রোটার‌্যাক্ট অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৩-এ রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর হিলশা সিটি সেরা ক্লাবসহ মোট ১১টি পুরস্কার অর্জন করে।

২০২২-২৩ ডিআরআর সাজ্জাদ হোসেনের কাছ থেকে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট সিপি তাহমিনা আক্তার সায়মাসহ ক্লাবের সদস্যরা এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অ্যাওয়ার্ডগুলো হচ্ছে : বেস্ট প্রেসিডেন্ট, বেস্ট ক্লাব ইন্সটলেশন, বেস্ট ডিআরআর অফিসিয়াল ক্লাব ভিজিট, বেস্ট ট্রেজারার, এমসিআর রিপোর্ট (বেস্ট ক্লাব), মেম্বারশীপ ডেভলপমেন্ট (ফিমেল), ডিআরআর এপ্রিকিয়েশন অ্যাওয়ার্ড (রোটার‌্যাক্ট উইক সেলিব্রেশন), ১০০% রেজিস্ট্রেশন অ্যাওয়ার্ড, হায়েস্ট রেজিঃ অ্যাওয়ার্ড, রোটার‌্যাক্ট উইক সেলিব্রেশন (ডিআরআর এপ্রিসিয়েশন)।

অ্যাওয়ার্ড সেরিমনি ওপেনিং সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এজেএম নাসির উদ্দিন। প্রোগ্রাম উদ্বোধক ছিলেন রোটারী জেলা ৩২৮২-এর ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিঃ রোটাঃ মতিউর রহমান। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফার্স্টলেডি সামিনা ইসলাম। এছাড়া ক্লোজিং সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি। অতিথি হিসেবে ছিলেন রোটারী বর্ষ (২০২২-২৩)-এর ডিআরসিসি রোটাঃ জোনায়েদ আলম, রোটারী বর্ষ (২০২৩-২৪) ডিআরসিসি ও সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটাঃ মোহাম্মদ শাহজাহান। উপস্থিত ছিলেন পিডিআরআর মোস্তফা আশরাফুল ইসলাম আলভি ও পিডিআরআর রোটাঃ মোহাম্মদ সাজ্জাদ। এছাড়া উপস্থিত ছিলেন হিলশা সিটি ক্লাবের সাবেক রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি মফিজ উদ্দিন সরকার। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জোন থেকে সম্মানিত রোটারিয়ানবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়