বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ২০:৩২

শুধুমাত্র ওষুধ স্প্রে করেই মশক নিধন সম্ভব নয় : ছেংগারচর পৌর মেয়র

শুধুমাত্র ওষুধ স্প্রে করেই মশক নিধন সম্ভব নয় : ছেংগারচর পৌর মেয়র
মাহবুব আলম লাভলু:

ছেংগারচর পৌর সভায় ডেংগু মশা প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে। বুধবার(২৩ আগস্ট) ওষুধ ছিটানোর উদ্বোধন করেন পৌর সভার মেয়র মো. আরিফ উল্ল্যাহ সরকার।

এ সময় কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র মো. আরিফ উল্ল্যাহ সরকার বলেছেন, শুধুমাত্র ওষুধ স্প্রে করেই মশক নিধন সম্ভব নয়। এজন্য নাগরিকদেরও সচেতন থাকতে হবে। বাসাবাড়ির আশেপাশে যাতে মশার বংশবৃদ্ধি না ঘটে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’ ‘নিজ নিজ এলাকার বাসাবাড়ি, আঙিনা, ঝোপঝাড়, জঙ্গল ইত্যাদি পরিষ্কার রাখতে হবে।

তিনি আরোও বলেন, সমাজের সর্বস্তরের জনগণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পৃক্ত হতে হবে। সবাইকে জানাতে হবে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিসের লার্ভা জন্মায়। নিজেদের বাসা-বাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দিন।

মেয়র বলেন,পৌরবাসীর সেবা করার জন্য মেয়র। হয়েছে। পৌরবাসী তাদের নাগরিক সুবিধা পাবার আশায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। ইতিমধ্যে আমি এলাকাভিত্তিক উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণসহ শুরু করে দিয়েছি। সঠিকভাবে টিসিবির পণ্য বিতরণ, ডেংগু মশা প্রতিরোধ ওষুধ ছিটানো হচ্ছে, পাঁকা রাস্তা নির্মাণ, ছেংগারচর স্কুল মাঠ সংস্কার কাজ চলমান।

পৌর সভার মেয়র মো. আরিফ উল্ল্যাহ সরকার বৃহস্পতিবার(২৪ আগস্ট) টিসিবির পণ্য ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেছেন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়