বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১৫:১৮

ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রি শুরু

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রি শুরু

ফরিদগঞ্জ পৌর এলাকায় জুলাই মাসের টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে ও প্রেসক্লাব চত্বরে এর উদ্বোধন করেন পৌরসভার মেয়র , ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় তিনি বলেণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সারবিশে^। সেই জন্য এদেশের দরিদ্র জনগোষ্ঠী যাতে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় কয়েককটি সামগ্রী কিনতে পারে সেই জন্য টিসিবি মাধ্যমে পণ্য বিক্রির এই উদ্যোগ। সরকার ১কোটি পরিবারের হাতে টিসিবি পণ্য তুলে দিচ্ছেন। এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে। সেই জন্য আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফারিদগঞ্জে নৌকার বিজয় নিশ্চিত করবেন।

ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ জানায়, জুলাই মাস থেকে ২কেজি করে তেল ও মুসরি ডালের সাথে ৫ কেজি চালও স্বল্পমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পৌর এলাকার ২৯৯২টি কার্ডের মধ্যে ৫,৬,৭,৮,ও ৯নং ওয়ার্ডের দরিদ্র পরিবারের মধ্যে প্রায় ১হাজরর ৫শত কার্ড বিলি করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) এসব এলাকার কার্ডধারী লোকজেনর মাঝে পণ্য বিক্রি করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়