প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ২০:৫৮
মেহেদী হাসান খাঁটি আলেম হতে চায়
ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর কাশেমীয়া আলিম মাদ্রাসা হইতে ২০২৩ সালের দাখিল পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে মেহেদী হাসান। সে জিপিএ ৪.৪৪ লাভ করে। তার গ্রামের বাড়ি পূর্ব ভাওয়াল ভূঁইয়া বাড়ি। বাবা মাহবুব আলম ভূঁইয়া, তিনি লক্ষ্মীপুর কাসেমিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। মাতা হুরে জান্নাত, পেশায় গৃহিনী। এর আগে মেহেদী হাসান ঢাকা দারুল মুত্তাকিন হেফজ মাদ্রাসা হতে হেফজ সম্পন্ন করেন। মেহেদী হাসান একজন ভালো কুরআন ও হাদিসের উপর খাঁটি আলেম এবং দ্বীনের খেদমত করতে চান। সে তার স্বপ্ন বাস্তবায়ন এবং উচ্চশিক্ষা গ্রহণের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।