শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১৩:১৪

ত্যাগের মহিমায় নামাজের পর চলছে পশু কোরবানি

স্টাফ রিপোর্টার
ত্যাগের মহিমায় নামাজের পর চলছে পশু কোরবানি

চাঁদপুরে ত্যাগের মহিমায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন আজ।বৃহস্পতিবার সকালে ঈদের নামাজের সময় বৃষ্টি ছিল না। আল্লাহর নামে পশু কোরবানী দেওয়ার সময় মুষলধারে শুরু হয় বৃষ্টি।

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও বাসার ভিতরে, সামনের রাস্তায়, আবার কোথাও এলাকার ফাঁকা মাঠে পশু কোরবানি চলছে। কোরবানির পশু জবাই করতে মহল্লার এ বাড়ি থেকে ওই বাড়ি ছুটছেন মৌলভিরা।

সকালে মহল্লায় মহল্লায় নামাজ শেষে বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতিতে পশু কোরবানি করছেন তারা। চাঁদপুর শহরের সব অলিগলিতে এবং জেলা উপজেলা ইউনিয়ন গ্রামে জুড়ে পশু কোরবানির এমন দৃশ্য চোখে পড়ে।

এদিকে চুক্তিতে পশুর মাংস কাটতে আসা কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। একটার পর একটা পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা।বেলা এগারোটার পর ঘর থেকে বেরিয়ে পড়েন কোরবানি দিতে না পারা অসহায় গরিব পরিবারের মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা যারা কোরবানি দিয়েছে তাদের বাসা বাড়ির সামনে হাজির কোরবানি একটু মাংস পাওয়ার জন্য।

এদিকে, বিভিন্ন মাদ্রাসা এতিমখানার মৌলভীরা চামড়া কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে জাগায় জাগায় স্তুপ করে রাখছেন।

অপরদিকে, কোরবানির পশুর বর্জ্য দিনের অগ্রভাগে অপসারণের জন্য প্রস্তুত পৌর পরিচ্ছন্নতাকর্মীরা। বেলা ১২ টার পর চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত বন্টন করে দেওয়া দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মীরা নেমে পড়েছেন রাস্তায়। পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য আগে বাগেই ওয়ার্ডভিত্তিক মনিটরিং সেল গঠন করে দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়