শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১৯:৩৯

হাইমচরে অটোরিক্সা দুর্ঘটনায় চাঁদপুর শহরের মৎস্য ব্যাবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার
হাইমচরে অটোরিক্সা দুর্ঘটনায় চাঁদপুর  শহরের  মৎস্য ব্যাবসায়ী নিহত

চাঁদপুরের হাইমচরে অটোরিক্সা দুর্ঘটনায় খোকন সিকদার (৪৫) নামে একজন মৎস্য ব্যবসায়ি নিহত হয়েছে। শুক্রবার ১৬ জুন ভোর ৬ টায় চরভৈরবী ইউনিয়নের সাবু মাষ্টার মোড়ে ব্যাটারিচালিত অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড যমুনা রোড নিবাসী মরহুম নুরু মিয়া শিকদারের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, খোকন সিকদার (৪৫) প্রতিদিনের মত এদিন ভোরে পাইকারি মাছ কেনার জন্য ব্যবসায়ীদের সাথে অটোতে করে চাঁদপুর থেকে চরভৈরবী মাছ ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় হাইমচর- চরভৈরবী সড়কের সাবু মাষ্টার মোড় এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিনি অটোর নিচে চাপা পড়ে। সেখান থেকে অটো ড্রাইভার দেলোয়ার সহ অন্যরা মিলে তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী নাজমুন নাহার বলেন, ফজরে আজানের সময় সে আমার বাসা থেকে বের হয়ে মাছ কিনতে যায়। আমরা তার মৃত্যুর খবর পেয়ে হাইমচর হাসপাতালে ছুটে আসি।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, হাসপাতাল থেকে মৃত্যুর খবরটি জানানো হলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমরা এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়