শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ২০:৪৫

টলি গাড়ির ধাক্কায় বাক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত

অনলাইন ডেস্ক
টলি গাড়ির ধাক্কায় বাক প্রতিবন্ধী বৃদ্ধ  নিহত

চাঁদপুর শহরের ওয়ারলেস ফরিদগঞ্জ সড়কের পাসপোর্ট অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় তাফাজ্জল গাজী (৭০) নামের এক বাক- শ্রবন প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির পিতার নাম রুস্তম গাজী (মৃত)। 

চাঁদপুর সদর মডেল থানার এসআই আঃ কুদ্দুস এ খবর নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , তাফাজ্জল গাজী নামের এক ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবার সময় একটি টলি গাড়ী ধাক্কা দেয়। এ সময় সে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘাতক গাড়িটিকে স্থানীয়ভাবে কেউ চিহ্নিত করতে পারেনি।

এ খবর পেয়ে এসআই আব্দুল কুদ্দুস হাসপাতালে এসে ময়না তদন্তের জন্য লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

হাসপাতালে ডিউটি রত চিকিৎসক ডাঃ কাজল জানান, বৃদ্ধকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তাকে ইসিজি করার পর দেখা যায় তিনি বেঁচে নেই।

নিহতের স্ত্রী পেয়ারা বেগম জানান,

তাঁর স্বামী মানসিক রোগী।কানে কম শুনে এবং কথাও বলতে পারে না প্রতিবন্ধী । তাদের ৩ মেয়ে রয়েছে। বর্তমান পৌর মেয়রের বাড়ির পাশে দক্ষিণ তরপুরচন্ডি কাজী বাড়িতে থাকেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়