শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ২৩:৫৫

অল্পের জন্য রক্ষা : পুরাণবাজার ইসলামী ব্যাংকের এটিএম বুথে আগুন

অনলাইন ডেস্ক
অল্পের জন্য রক্ষা : পুরাণবাজার ইসলামী ব্যাংকের এটিএম বুথে আগুন

চাঁদপুর শহরের পুরাণবাজার বটগাছ তলার কবির ভিলায় ইসলামী ব্যাংকের এটিএম বুথে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

৬ জুন মঙ্গলবার রাত ১১ টায় এ ঘটনা ঘটে। এসময় আতঙ্কিত মানুষ আগুন আগুন চিৎকার দিয়ে ছোটাছুটি ছোটাছোটি শুরু করে। একপর্যায়ে কবির ভিলার দ্বিতীয় তলার বাসিন্দা ব্যবসায়ী শহিদুল ইসলাম স্থানীয় ফায়ার সার্ভিস ফায়ারসার্ভিসে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করেন পুরানবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার এমরান হোসেন।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে বুথের ভেতরের কারেন্টের বোডটি আগুণে পুড়ে গেছে। আমরা ধারণা করছি পাওয়ার হিটের কারনেই এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। যদিও এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ ওই এলাকার বিদ্যুৎ তাৎক্ষণিক বন্ধ করে দেয় এবং ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

স্থানীয়রা জানায়, আগুনের ধোঁয়া নজরে পড়ায় অল্পের জন্য বড় ধরনের আগুন লাগার ঘটনা থেকে রক্ষা পেয়েছে কবির ভিলার বিল্ডিংটি। গভীর রাতে এই ঘটনা যদি ঘটতো তাহলে ওই ব্যাংকের এটিএম বুথ ব্যাপক ক্ষতিগ্রস্ত হতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়