প্রকাশ : ০১ জুন ২০২৩, ২১:১৬
আবারো তীব্র তাপদাহে চাঁদপুর,অতিষ্ঠ জনজীবন---
জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে চাঁদপুরের সাধারণ মানুষসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জনজীবন। প্রায় সপ্তাহখানেকের টানা তাপপ্রবাহে সূর্যের সাধারণ মানুষের পাশাপাশি গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণিকুল।প্রখর রৌদ্রতাপে হাঁপিয়ে উঠেছে সবাই।
দিনে যাদের কাজ ঘরের বাইরে, তাদের যেন একবারেই জবুথবু অবস্থা। তাপপ্রবাহের কারণে তাদের আয়-উপার্জনেও পড়েছে ভাটা। প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে রোধের প্রখর তাপ অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং দুর্ভোগের নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। প্রচন্ড গরমের কারণে জেলা ও উপজেলা হাসপাতালে রোগীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
শহরের বাসিন্দা ইব্রাহিম (৪০) বলেন, এই তীব্র গরমে কাজ করতে ইচ্ছে হচ্ছেনা। গরমে শরীর থেকে খালি ঘাম ঝরছে আর পানির তৃষ্ণা পাচ্ছে বারবার।
অনেকে গাছের ছায়ায় একটু শুয়ে পড়ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহ থাকতে পারে আরও কয়েকদিন।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর চাঁদপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
ছবিতে প্রচন্ড গরমের তারণায় হাঁপিয়ে ওঠা শহরের লোকজন এভাবেই তৃষ্ণা মেটাতে পানি ও শরবত পান করছে।
ছবি ও প্রতিবেদন মিজানুর রহমান