প্রকাশ : ১৩ মে ২০২৩, ২২:০৬
মোখা’র প্রভাবে চাঁদপুরে চাপ কম থাকবে গ্যাসের
অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় মহেশখালীর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে চাঁদপুরসহ বাখরাবাদের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির চাঁদপুরের ব্যবস্থাপক মোবারক হোসেন।
|আরো খবর
শনিবার (১৩ মে) সন্ধ্যায় মুঠোফোনে কথা হলে দৈনিক চাঁদপুর কণ্ঠ এ তথ্য জানান।
তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে কুমিল্লা,ফেণি,চাঁদপুরসহ তিতাস গ্যাস অধিভুক্ত বিভিন্ন এলাকায় গ্যাসের সমস্যা দেখা দিতে পারে ।তিনি আরও বলেন, এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে। শনিবার চাঁদপুরে গ্যাস সরবরাহ কোন সমস্যা দেখা যায়নি।তবে,আজ ও আগামীকাল কয়দিন গ্যাসের চাপ কম থাকার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে আগের থেকে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।