শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:৪৫

ঘূর্ণিঝড় মোখাঃ চাঁদপুরে লঞ্চসহ সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় মোখাঃ চাঁদপুরে লঞ্চসহ সব নৌযান  চলাচল বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকুলের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় চাঁদপুর থেকে লঞ্চসহ সকল ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণ করা করেছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ।

১২ মে শুক্রবার রাত ১০-৪০ টার সময় এ নির্দেশনা দেন বিআইডব্লিটিএ চাঁদপুর নৌ বন্দর ও পরিবহন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোখার জন্য ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করে ফেলেছে। আর এই ৮ নম্বর মহাবিপদ সংকেতের মানে হচ্ছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। এতে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বামদিকে রেখে উপকুল অতিক্রম করবে।

উপকূলীয় এলাকাতেও ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায় ছোট বড় সকল লঞ্চ চলাচল আরও আগে থেকেই আতঙ্ক বাড়ায় বন্ধ রাখা হয়েছে।

রাতে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় অনেক যাত্রী চাঁদপুর লঞ্চ ঘাটে এসে ফিরে গেছে। তদ্রূপ ঢাকা সদরঘাটে রাত ৯-৪০ টার সময় চাঁদপুর গামী লঞ্চটি ছেড়ে যাবার পর সিদ্ধান্ত আসে লঞ্চ চলাচল বন্ধের।

পরের সময়সূচিতে আর লঞ্চ চলাচল করেনি। করবে না। হঠাৎ রাতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়ায় যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। বহু যাত্রীকে ঘাট থেকে ফিরে যেতে হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সকল ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকল নৌযানকে সতর্ক থেকে নদীতীরবর্তী আসতে বলা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর নৌরুট হতে ছোটবড় ২৪টি লঞ্চ নিয়মিত চলাচল করে থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়