প্রকাশ : ১০ মে ২০২৩, ২১:২০
জাতীয় পার্টির ক্ষমতায় থাকাকালে এদেশের মানুুষ সুখে ছিল- এমরান হোসেন মিয়া
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া বলেছেন, জাতীয় পার্টির ক্ষমতায় থাকাকালে এদেশের মানুুষ সুখে ছিল। একদিকে উন্নয়ন হয়েছে, অন্যদিকে মানুষ দুই বেলা ভাত খেতে পেরেছে। কিন্তু আজ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। এখন চালের মূল্য প্রায় শতের ঘরে। এই অবস্থা থেকে পরিত্রান পেতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। এজন্য এখন থেকে প্রতিটি গ্রামে গ্রামে , প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপ্রতি মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের আর্দশকে বুকে ধারণ করে এবং আমাদের দলের চেয়ারম্যান জি এম কাদের নিদের্শনা অনুসারে আমাদের কাজ করতে হবে। তবেই এদেশের মানুষের মাঝে আবারো সুদিন ফিরে আসবে।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন ফরিদগঞ্জের মানুষের জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছেন। আশাকরি আগামী দিনগুলোতেও তিনি এধারা অব্যাহত রাখবে।
গতকাল বুধবার (১০মে)দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ আলিম মাদ্রাসার মাঠে জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনের উদ্যোগে দুস্থ ও অসহায় লোকজনের মাঝে বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
শেখ সাজ্জাদ রশিদ সুমনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মাওলা, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল লতিফ শেখ, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি তারেক এ আদেল, জাতীয় পার্টির নির্বাহী কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদ আলম, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্মসম্পাদক মাহফুজশেখ, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, সহসম্পাদক শিবলী আহমেদ সবুজ, রামদাসেরবাগ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান খন্দকার। আলোচনাশেষে সহস্রাধিকলোকরে মাঝে বস্ত্র বিতরণ করা হয়।