শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ১১:৩২

পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিএমপি বলেছেন,দেশের মানুষ আবেগ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উৎসব উদযাপন করছে।শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে।দেশের মানুষ সন্ত্রাস-জঙ্গিবাদ ও দেশকে অস্থিতিশীল করার যত অপচেষ্টা তার কোনটাই আর চায় না। তিনি ঈদের পরদিন রোববার ২৩ এপ্রিল চাঁদপুর সফরকালে বেলা বারোটার সময় সদরের রামপুর ইউনিয়ন নিজ বাসভবনে উপস্থিত হয়ে পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং দুপুরে চাঁদপুর শহরের নিজ বাসভবনে চাঁদপুর ৩ আসনের চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সবসময় দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন। বঙ্গবন্ধুর কণ্যার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । তাই আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেবে দেশের মানুষ। দীপু মনি বলেন, এবারের ঈদ-উল-ফিতরে শেখ হাসিনা অসহায় দুঃস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।মানুষ সুন্দর ভাবে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে।

সর্বসাধারণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, পিপি অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযুদ্ধা এসএম সালাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, আনসার উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন প্রধানিয়া জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়