প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ২২:২৩
একে পাটওয়ারী ফাউন্ডেশনের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবুল খায়ের পাটওয়ারী
মানুষের জন্য কিছু করে যেতে চাই
ঈদের খুশি ছড়িয়ে দিতে ফরিদগঞ্জ পৌর এলাকার হতদরিদ্র লোকজনের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে একে পাটওয়ারী ফাউন্ডেশন (প্রস্তাবিত)। রোববার ১৬ এপ্রিল বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেদিন পরিবার ও প্রতিবেশিদের কথা চিন্তা করিনি। চিন্তা করেছি সারাদেশ নিয়ে। রাজনীতি করছি, জনপ্রতিনিধি হয়েছি। এর সাথে সাথে পরিবারের সদস্য ও সুধীজনদের নিয়ে ফরিদগঞ্জ উপজেলাসহ সারাদেশের অবহেলিত মানুষের জন্যে কিছু করে যেতে চাই। সেই সরকারের পাশাপাশি সংগঠনের মাধ্যমে কিছু করার চেষ্টার অংশ হিসেবে একে পাটওয়ারী ফাউণ্ডেশন গঠন। আশা করছি আপনাদের সহযোগিতা নিয়ে এদেশের মানুষের ভাগ্যন্নোনয়নে জীবনের শেষদিন পর্যন্ত আমি এবং সংগঠনের মাধ্যমে আমার বংশধররা এবং সুধীমহল সংগঠনকে এগিয়ে নিবেন। ঈদের পূব মুহূর্তে ঈদ বস্ত্র দিয়ে লোকজনের মাঝে একটু হাসি ফোঁটানোর চেষ্টা করছি।
|আরো খবর
সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ নাজমুন নাহার অনি তাঁর বক্তব্য বলেন, ছোটবেলা থেকেই অপরকে সহায়তা করতে শেখেছি। আজ নিজের পায়ের দাঁড়ানোর পর মানুষের জন্য কিছু করার চেষ্টার অংশ হিসেবে এই ফাউন্ডেশন তৈরি। আশা করছি ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারবো।
সংগঠনের সদস্য রাজিব মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। আলোচনা শেষে পৌর এলাকার শতাধিক লোকজনের হাতে ঈদবস্ত্র তুলে দেন অতিথিবন্দ।