প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ১৪:২৭
করোনা রোগীদের অক্সিজেন সেবা দিচ্ছে আল-আমিন ক্রীড়া চক্র
মতলবের ঐতিহ্যবাহী আল আমিন ক্রীড়া চক্র করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সেবা শুরু করেছে। আজ ৭ আগস্ট সকালে আল-আমিন ক্রীড়া চক্রের কার্যালয়ে এ সেবা চালু করা হয়েছে।
|আরো খবর
আল আমিন ক্রীড়া চক্রের সভাপতি এসএম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ক্লাবের আজীব সদস্য ও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এডিশনাল কমিশনার মোঃ সরোয়ার হোসেন রোমান, ক্লাবের কর্মকর্তা শিহাব পাটোয়ারী, গোলাম মোস্তফা কাদরী, লায়ন দেওয়ান সুরুজ, মোজাম্মেল হক, আমির খসরু, সোহাগ পাঠান, মনির হোসেন বেপারী, ইঞ্জিনিয়ার মোঃ আলম, দৈনিক সমকালের মতলব প্রতিনিধি ইকবাল হোসেন, সহকারী শিক্ষক আক্তার হোসেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রোটা. রেদওয়ান আহমেদ জাকির, রোটার্যাক্ট মোঃ হাবিবুর রহমান, রোটার্যাক্ট তানভীর হোসেন, রোটার্যাক্ট ইমন প্রমুখ। করোনা রোগীদের চিকিৎসার সেবার জন্য আল আমিন ক্রীড়া চক্রের সদস্যদের নি¤েœাক্ত মোবাইল নাম্বারের যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ০১৭৪১৬৬৬৬২৪ (লায়ন দেওয়ান সুরুজ), ০১৮১৫৩২০৯১৯ (সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির), ০১৬৮৯৭২১৩৪৬ (তানভীর), ০১৬২১৪০৪৯২১ (হাবিব), ০১৯৩৮৪১৪৫৭৪ (ইমন)।
ক্লাবের সভাপতি এসএম সেলিম জানান, করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। ক্লাবের নিজস্ব ব্যবস্থানায় জরুরী সেবার মাধ্যমে রোগীদের জীবন বাঁচাতে চিকিৎসকদের পরামর্শে এ সেবা চালু হয়েছে।