শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৬

মোহনপুর ইউপির উপ-নির্বাচন

নৌকার প্রার্থী পরিবর্তন করে আবদুল হাই প্রধানকে প্রার্থী

মতলব উত্তর ব্যুরো
নৌকার প্রার্থী পরিবর্তন করে আবদুল হাই প্রধানকে প্রার্থী

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১০ নভেম্বর মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল মৃত্যুবরণ করার পরে সম্প্রতি উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। মোহনপুর ইউনিয়নের ওই উপ-নির্বাচনে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমানকে নৌকা প্রতীকে মনোনীত করা হয়েছিল। কিন্তু এর দুইদিন পরে গত ১৭ ফেব্রুয়ারী মনোনয়ন পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানকে দেওয়া হয়েছে নৌকা প্রতীক। শনিবার তিনি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত চিঠি গ্রহন করেন আবদুল হাই।

এদিকে কাজী মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহন করবেন বলে জানা গেছে। এ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. সেলিম মিয়া গত ১৬ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়