বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৪

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়নে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি
মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়নে বিএনপির পদযাত্রা

গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দমন-পিড়ন নির্যাতন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি বিকেলে ইউনিয়নের পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের বাড়ি সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

পথসভায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী সালামত মিয়াজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলানী তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এএসএম বদরুদ্দোজা পাটোয়ারী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী।

এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার, সহ-সাংগঠনিক সম্পাদক আজহার মজুমদার, প্রচার সম্পাদক আবিদুর রেজা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মিয়াজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউছার কাজী, মনির হোসেন ঢালী, সোহাগ বকাউল, স্বপন দেওয়ানজী, কাউছার আহম্মেদ, হেলাল প্রধান, লিটন মজুমদার, শাহাদাত প্রধান, জসিম মিয়াজী, সুমন মোল্লা, যুবদল নেতা আবুল কালাম বকাউল, ইয়াকুব প্রধান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদ কাজিসহ ইউনিয়নের বিভি ন্ন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়