প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০১
চাঁদপুর কুমিল্লা ও ঢাকা মহাসড়কে বিদেশ ফেরত যাত্রীদের ডাকাতি
চাঁদপুরের
বিভিন্ন সড়কে ডাকাতি করে বিদেশ ফেরত যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব কেড়ে নেয় একদল ডাকাত চক্র। এমনই একটি ডাকাতির ঘটনায় বিপুল অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ ৪ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
একটি ডাকাতি মামলার সূত্র ধরে চাঁদপুর মডেল থানার পুলিশ কুমিল্লা দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে
১০ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতি হওয়া মালামাল সহ চার ডাকাতকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে।
দাউদকান্দি এলাকা থেকে ডাকাততের ব্যবহ্নত একটি নাম্বার বিহীন পিকআপ গাড়িও জব্দ করা হয়।
এই ঘটনায় পুলিশ মুন্সিগঞ্জের বাসিন্দা চিহ্নিত ডাকাত শাহপরান, আমির হামজা, জাহাঙ্গীর, শুভকে আটক করে।
তারা দীর্ঘদিন যাবত চাঁদপুর কুমিল্লা মহাসড়ক ও মতলব হয়ে ঢাকা থেকে আসা যাওয়ার পথে দাউদকান্দি এলাকায় ডাকাতি সংঘটিত করছে। দাউদকান্দি -কচুয়া সড়কেও একই কায়দায় ডাকাতি করে বিদেশ ফেরত অনেক যাত্রীর ভিসা পাসপোর্ট,বিমান টিকেটসহ সবকিছু খুইয়েছে বলে কচুয়া থানায় ক্ষতিগ্রস্তরা জিডি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়,
গত ১৫ই জানুয়ারি রাতে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের মহামায়া এলাকায় একটি প্রাইভেট গাড়ি গতিরোধ করে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
এই ঘটনায় হাজিগঞ্জ উপজেলার পূর্বহাটিয়া গ্রামের মাহবুব আলমের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি সনাক্ত করে। এবং পরবর্তীতে ছিনতাই হওয়া মোবাইল ফোন নারায়ণগঞ্জ থেকে উদ্ধারের সূত্রধরে মহাসড়কে ডাকাতদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের গতিবিধি চিহ্নিত করে অভিযান চালায়।
চাঁদপুর মডেল থানা ওসি আব্দুর রশিদের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা শাহাজান দাউদকান্দি পুলিশের সহযোগিতা নিয়ে তাদেরকে ধরতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, মহাসড়কে দীর্ঘদিন যাবত তারা ডাকাতি করে আসছে তাদের ব্যবহৃত গাড়িটি কোন নাম্বার ছিল না। রাতের বেলায় বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ চক্রটি অভিযান চালিয়ে এই ডাকাতির কাজ সংগঠিত করেছে।
এদের সাথে বাকি যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।