প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১৯:১৬
ক্রমেই শিথিল হচ্ছে কঠোর লকডাউন : বাড়ছে মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল
করোনা সংক্রমণ রোধে কঠোর কঠোর বিধিনিষেধের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। তবে সরকার এরই মধ্যেই বিধিনিষেধের মেয়াদ আরও পাঁচ দিন বাড়িয়েছে। চলমান বিধিনিষেধের মধ্যেই চাঁদপুরে বিভিন্ন মূলসড়কে যানবাহন ও মানুষের যাতায়াত বেশি দেখা গেছে।
|আরো খবর
গণপরিবহন না থাকলেও বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশাসহ বিকল্প নানা পরিবহন দেখা যায়। এর মধ্যে কেউ যান কর্মক্ষেত্রে, কেউ জীবিকার প্রয়োজনে কাজের সন্ধানে এবং চিকিৎসা ও টিকা নেয়ার জন্য বেরিয়েছেন।
পাড়া-মহল্লার অলিগলিতেও মানুষের আনাগোনা দেখা গেছে। বিধিনিষেধ না মেনে কিছু দোকানপাট খুলছেন ব্যবসায়ীরা। রাস্তাঘাটে অটো রিক্সা ও রিকশার উপস্থিতি ছিল বেশি।
তবে শহরের ভেতরে বিভিন্ন জায়গায় এবং শহর প্রবেশের রাস্তাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও মোড়ে মমোড়ে স্বেচ্ছাসেবক টীমের সদস্যদের তৎপরতা চোখে পড়ে। ক্রমেই শিথিল হয়ে হচ্ছে লকডাউন সরজমিনে বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্রের দেখা মিলে। তবে,লঞ্চ,ট্রেনসহ গণপরিবহন চলাচল বন্ধ আছে, বন্ধ আছে মার্কেট, শপিং মলও। কঠোর লকডাউন এর কারণে সাধারণ মানুষের আয়-রোজগার ব্যবসা বাণিজ্য কমে গেছে শ্রমিক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছে।