বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:২৭

হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি
হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ

মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বিষয়ে সচেতনতামূলক  র্যালী ও সমাবেশ এবং সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গত ৩০ জানুয়ারি সকাল ১১ টায় নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর পূর্বে সকাল সাড়ে ৯টায় নারায়ণপুর পূর্ব বাজার ডাঁটিকারা রোড থেকে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী একটি র্যালী বের হয়। র্যালীটি নারায়ণপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশী প্রবাসী আয়ারল্যান্ডের পিস কমিশনার এবং ওথ কমিশনার ইউসুফ জুনাব আলীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।

হিউম্যানিটিস অর্গানাইজেশনের সভাপতি মো. ফরহাদ আহমেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, নারায়ণপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সমাজ সেবক মোঃ রাসেল প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মোঃ মামুন, জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজির মিয়াজী অপু, সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ। এসময় আরও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস বার্ড কালিকাপুর এর প্রতিনিধি, রক্তকণা ফাউন্ডেশন নায়েরগাঁও এর প্রতিনিধি, তরুণ সংঘ সমাজকল্যাণ পরিষদ কাচিয়ারা এর প্রতিনিধি, দক্ষিণ আশ্বিনপুর সামাজিক ও মানবিক সংগঠন এর প্রতিনিধি বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ডাটিকারা মহিউস সুন্নাহ মাদরাসার ছাত্র আরাফাত হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার মুহতামিম মাও. আবুল বারাকাত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়