প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪
‘আমরা ৯৩ মতলব উত্তর’ বন্ধুদের পারিবারিক মিলন মেলা
বন্ধুত্বের টানে, বন্ধুর পানে’ সুখে-দুঃখে পাশে,বন্ধুর জন্য বন্ধু এই শ্লোগান ধারণ করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘আমরা ৯৩ এসএসসি-ব্যাচ মতলব উত্তর এর বন্ধু ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ৩০ বছর পূর্তি উৎসব পালনে ‘আমরা ৯৩ মতলব উত্তর’ এসএসসি ৯৩’ ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে উপজেলার সকল বিদ্যালয়ের এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থীরা আমন্ত্রিত ছিল। এতে ৩ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহণে মতলব উত্তরের ষাটনল পর্যটন কেন্দ্র মুখরিত হয়ে উঠে আগত বন্ধুদের এ পারিবারিক বন্ধু মিলন মেলায়। সকালে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিন ব্যাপি অনুষ্ঠান মালা। এরপর পরিচিতি পর্ব ও সৃজনশীল নানান আয়োজন শেষে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। বিরতি শেষে বিভিন্ন খেলাধুলা, নাচ-গানের মাধ্যমে বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে। অনুষ্ঠিত হয় ৯৩ ব্যাচের মধ্যে ফুটবল ম্যাচ। এ এছাড়া এসএসসি ব্যাচ বন্ধুদের ছোট্ট বাচ্চাদেরও বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে আনে ভিন্ন মাত্রা। সব শেষে ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। সকল বন্ধুদের জন্য রাখা হয়েছিলো পুরস্কারের বিশেষ ব্যবস্থা। এতে উপজেলার সকল বিদ্যালয়ের এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের সকল বন্ধু ও তাদের পারিবারিক সদস্যরা অংশ গ্রহণ করেন। এরপর ‘আমরা ৯৩ মতলব উত্তর’ সভাপতি মো. মিলন খানের সভাপতিত্বে ও আমরা ৯৩ এর কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. জসিম উদ্দিন, আমরা ৯৩ মতলব উত্তর” এর সমন্বয়কারী আবদুল মান্নান সাগর ও মো. নাজমুল খানের সঞ্চালনায় স্মৃতিচারণ, র্যাফেল ড্র পর্ব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন “আমরা ৯৩ মতলব উত্তর” এর সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ আঃ হালিম ও বাংলাদেশের আলো জাতীয় পত্রিকার প্রকাশ সম্পাদক লায়ন মফিজুর রহমান খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী “আমরা ৯৩ মতলব উত্তর” সদস্য মোঃ উজ্জল ফরাজী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেন অপু এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মুকুল ও সাংবাদিক বিমল দেবনাথ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ শাহীন ঢালী, প্রভাষক মোঃ আহসান উল্লাহ, প্রভাসক শাহিন আলম, মোঃ সোহরাব হোসেন, মোঃ বাদশা মিয়া, ছানাউল্লাহ, মোঃ শাহাদাত হোসেন, শামীমা নাসরীন, আফরোজা মাসুদ ঝুনু, সাবিনা ইয়াসমিন, কামরুন নাহার, আশেক মাহমুদ সংগ্রাম, শফিকুল ইসলাম, মানিক খান, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, আলমগীর হোসেন,জাকির হোসেন, ডা. বোরহান উদ্দিন, আশিকুর রহমান আশিক, রাসেল মিয়া, রাসেল রতন, মোয়াজ্জেম হোসেন বাবু, কামরুজ্জামান, বিমল চন্দ্র দাস প্রমুখ।