প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ২১:০৩
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩০ মণ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ
চাঁদপুর সদর আমিরাবাদ এলাকায় একটি ট্রলার থেকে ৩০ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে কোস্টগার্ড।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৬ জানুয়ারি ২০২৩ আনুমানিক দুপুর ৩ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন আমিরাবাদ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাঁচি কাটার চর হতে আমিরাবাদ গামী ০১ টি যাত্রীবাহি স্টিলবডি ট্রলার তল্লাশি করে আনুমানিক ১,২০০ কেজি (৩০ মন) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মনোয়ারা বেগম, চাঁদপুর সদর।
তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
এর আগের দিন বুধবার চাঁদপুর বড়স্টেশন মাছঘাট থেকে ১৮ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়।