প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ১২:০১
চাঁদপুরে আবারো শুরু হচ্ছে লবি রহমান কুকিং ফাউন্ডেশন পিঠা প্রতিযোগিতা
চাঁদপুরে শুরু হচ্ছে লবি রহমান কুকিং ফাউন্ডেশন এর পিঠা প্রতিযোগিতা। শীতের পরশে দেশজুড়ে শুরু হয়েছে লবি রহমান কুকিং ফাউন্ডেশন পিঠা প্রতিযোগিতা। শীতের উষ্ণ আমেজে অতিথিয়েতায় পিঠার স্বাদে মেতে উঠুন স্বাস্থ্যবিধি মেনে জানুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলবে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগামী ১৭ ফেব্রুয়ারি রাজধানী রাওয়া ক্লাবে চূড়ান্ত প্রতিযোগিতার শেষ হবে। ২০ জানুয়ারি থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
|আরো খবর
আলোকিত নারী দের আলোকিত করার লক্ষে চাঁদপুর ১৩ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগ্রহী পিঠা প্রেমী ও অংশগ্রহণকারীগণ আগামী -১০ /২/ ২০২৩ তারিখের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে লবি রহমান কুকিং ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সম্পাদক নীলা রহমান (০১৯৭৫১৭৪৬৬১), আমেনা বারী মৌসুমী (০১৭৮৫-৯৯৭৩৪৯) ও তানিজিলাল রহমান (০১৯৪০৪৬৭০৬৯)-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছেন লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলার সভাপতি রোটাঃ শারমিন আক্তার জুঁই । উল্লেখ্য, প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩০ জন প্রতিযোগী অংশ নিতে পারবে